হ্যারি-মেগানের বিয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হ্যারি-মেগানের বিয়ে






লন্ডনের উইন্ডসর ক্যাসেলে রাজকীয় বিয়ে হয়ে গেল প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের। শনিবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে উইন্ডসর ক্যাসেলে তাদের বিয়ের অানুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবর বিবিসি।

সেন্ট জর্জ চ্যাপেল গির্জায় ব্রিটেনের রানী এলিজাবেথ এবং ৬শ অতিথির উপস্থিতিতে তারা বিয়ের শপথ-বাক্য পাঠ করেন এবং আংটি বদল করেন।

নতুন এই দম্পতি এখন থেকে ডিউক অব সাসেক্স এবং ডাচেস অব সাসেক্স হিসেবেই পরিচিতি পাবেন। এক নজরে দেখে নেয়া যাক প্রিন্স হ্যারি এবং মেগানের সেই রাজকীয় বিয়ের মুহূর্ত।




বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছেন প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল। সে সময় তারা উৎসুক জনতার দিকে হাত নেড়ে এগিয়ে যাচ্ছেন।





প্রায় ১ লাখ শুভাকাঙ্ক্ষী ওইন্ডসরে রাজকীয় বিয়ে দেখার জন্য সমবেত হন।












TE

কোন মন্তব্য নেই