ঝড়-বজ্রপাতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৬০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঝড়-বজ্রপাতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৬০



প্রচণ্ড ঝড়বৃষ্টি, বজ্রপাত ও ধুলোঝড়ে ভারতে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ মে) সন্ধ্যা থেকে ঝড়বৃষ্টিতে এ ব্যাপক প্রাণহানি ঘটে।



বিভিন্ন স্থানে বহু গাছ উপড়ে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দিল্লি, উত্তর প্রদেশ ও বিহারে বজ্রপাত ও ধুলোঝড়ে ১২৪ জন মারা যাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এমন প্রাণহানি ঘটলো।

ঝড়ের পর দিল্লির ট্রেন ও মেট্রো যোগাযোগ ব্যাহত হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আসতে থাকা ৭০টি ফ্লাইটকে দিক পরিবর্তন করতে বলা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঝড়ে উত্তর প্রদেশ ১৮ জন, অন্ধ্রপ্রদেশে নয়জন, বিহারে তিনজন, তেলেঙ্গানায় তিনজন ও দিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে চার শিশুসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে।



আবহাওয়া অফিস উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে।


TE

কোন মন্তব্য নেই