রাজশাহীর আসলাম কক্সবাজারে গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীর আসলাম কক্সবাজারে গ্রেপ্তার



শুটিং করার নামে মাদক পাচার কালে এক লাখ আট হাজার ইয়াবাসহ কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর মাদকের চক্রের অন্যতম হোতা আসলাম সরকার (৪০)। বুধবার সকালে পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী এলাকা থেকে র্যাব-৭ এর সদস্যরা তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার করা হয় তার মাইক্রোবাসের ড্রাইভার মাসুদ রানাকে (৩২)। তাদের কাছ থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৪০ লক্ষ টাকা। তাদের ৩০ লাখ টাকা মূল্যের মাইক্রোবাসটিও জব্দ করেছে র‌্যাব।
র‌্যাব-৭ (চট্টগ্রাম) এর দেয়া তথ্য মতে, একটি টিম শুটিং ব্যবসার আড়ালে মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে রাজশাহীতে পাচার করেছে; এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেজর রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল কক্সবাজার জেলার সদর থানার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহীগামী একটি মাইক্রোবাস আটক করে আরোহীদের জিজ্ঞাসাবাদ করে। তারা জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-চ-৫১-৭৬৯৩) তল্লাশী চালিয়ে তেলের ট্যাংকির ভিতর কৌশলে লুকানো অবস্থায় এক লক্ষ আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় আসলাম সরকারসহ মাক্রোবাসের ১০ আরোহীকে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটকজনকে ছেড়ে দিয়ে দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর ‘সরকার প্রোডাকশন হাউস’ ও ‘ব্লাক ক্যাফে’ এর সত্বধিকারী আসলাম সরকার। তিনি নগরীর রজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা এলাকার আজিজুল আলমের ছেলে। অপরজন মাইক্রোবাসের ড্রাইভার মাসুদ রানা। তিনি চারঘাট থানাধীন মিয়াপুর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে।


র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, আসলাম সরকার বহুদিন থেকে মিউজিক ভিডিও ও সুটিংয়ের নাম করে কক্সবাজার থেকে ইয়াবা উত্তরবঙ্গে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার আসলাম সরকার জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত শুটির ব্যবসার পাশাপাশি আটককৃত মাইক্রোবাসটি ব্যবহার করে কক্সবাজারের থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। এছাড়াও সে বিভিন্ন সময় বিভিন্ন বেশ ধরে কক্সবাজারে এসে থাকতো। এই আসলাম সরকার রাজশাহীর মাদক চক্রের অন্যতম হোতা। গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় সম্প্রক্ত না থাকার কারণে বাঁকি আট জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
এদিকে রাজশাহীতে আসলাম সরকারের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

এই আসলাম সরকার কর্মজীবনের শুরুতে একটি টেলিফোনের দোকানের সামন্য কর্মচারী হিসেবে কাজ করতো। প্রায় ছয় থেকে সাতটি বিয়ে করেছে সে। বিভিন্ন থানায় নারী ঘটিত মামলাও রয়েছে তার বিরুদ্ধে। মাদকসহ নানা অনৈতিক কর্মকান্ডের ব্যবসা করে এখন তিনি বহু অর্থের মালিক বনে গেছেন।
নগরীর ঘোষপাড়া মেডিকেল অডিটরিয়ামের পূর্বে অবস্থিত ‘ব্ল্যাক ক্যাফে’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই ভবনটিতে থাকা প্রতিষ্ঠানটি এখন তার সকল অপকর্মের কেন্দ্রস্থল। এই তিন তলা ভবনটি পুরোটাই ভাড়া নিয়ে সেখানে মাদকসহ অনৈতিক কর্মকান্ডের রাজ্য গড়ে তোলে।


স্থানীয়দের দেয়া তথ্য মতে, ব্লাক ক্যাফেতে তরুণ-তরুণীদের নিয়ে বসান হয় মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের আসর। বাইরে থেকে সব সময় বন্ধ করে রাখা হয় এই ক্যাফেটির দরজা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এর ভেতরে কি ঘটছে। অপরিচিত কাওকেই এই ক্যাফের মূল অংশে প্রবেশ করতে দেয়া হতো না।
তার ‘সরকার প্রডাকশন হাউজ’ এর কর্মকান্ড ওই ভবনে। সেখানে নারীদের মডেল হিসেবে ব্যবহার করে আসলাম সরকার মাদকের পাশাপাশি অপরাধ জগতের স্বর্গ গড়ে তুলেন। সুন্দরী নারী মডেলদেরকে ব্যবহার করে বিত্তশালী পরিবারের ছেলেদের নিয়ে গিয়ে ইয়াবাতে আসক্ত করাতো এই আসলাম সরকার।



TE

কোন মন্তব্য নেই