তিন মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন দাখিল
কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন দাখিল করা হয়েছে। রবিবার দুপুরে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ রানা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাফিডেভিট আকারে এ আবেদন জমা দেন।
খালেদা জিয়ার পক্ষে দাখিল করা এ আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আরেক আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে সকালে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন করার অনুমতি দেন। আদালতে জামিন আবেদনের অনুমতি চেয়ে আবেদন করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।
পরে খন্দকার মাহবুব হোসেন জানান, ‘হত্যা ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে কুমিল্লায় দুটি মামলা এবং মানহানির অভিযোগে নড়াইলের একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করার অনুমতি চেয়ে আমরা আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে জামিন আবেদন অ্যাফিডেভিট আকারে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’
TE

কোন মন্তব্য নেই