কিউবায় বিমান বিধ্বস্ত, নিহত শতাধিক
কিউবার হোসে মারতি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয় একটি বোয়িং বিমান। এতে নিহত হয়েছেন একশরও বেশি আরোহী।
১৮ মে, স্থানীয় সময় মাঝরাতের দিকে বিমানটি বিধ্বস্ত হয়, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
কিউবার রাষ্ট্রীয় বিমান কোম্পানি কিউবানা ডে আভিয়াসিয়নের বোয়িং ৭৩৭-২০১ মডেলের ওই বিমানটি রাজধানী হাভানার হোসে মারতি বিমানবন্দর থেকে ওই দেশেরই হলগুইন শহরে যাবার জন্য প্রস্তত হয়। কিন্তু উড্ডয়নের সময়ে নিয়ন্ত্রণ হারায় এবং হাভানা থেকে ২০ কিলোমিটার দূরে এক রাস্তার ওপর ভূপতিত হয় বিমানটি।
কিউবার সংবাদমাধ্যম গ্রানমা জানিয়েছে, বিমান বিধ্বস্তের শিকার তিনজন বেঁচে গেছেন কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক।
ওই বিমানে মোট ১১০ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই কিউবার নাগরিক। তবে পাঁচজন বিদেশি ছিলেন তাদের মাঝে। বিমান ক্রু ছিলেন ছয়জন।
বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থল পরিদর্শন করেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,‘একটি দুঃখজনক বিমান দুর্ঘটনা ঘটেছে। খবরটি বেশ দুশ্চিন্তার, অনেক বেশি সংখ্যক মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন।’
এজি

কোন মন্তব্য নেই