টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের দেরাদুনের ঠাণ্ডা আবহাওয়ায় রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে হেরেছিল সাকিবরা।ম্যাচের পিচ রিপোর্টে দেখা যায়, পিচটি কিছুটা স্লো এবং নিচু।
তার উপর দেরাদুনে রাত নামলেই ঠাণ্ডায় কাবু হয়ে যায় সবাই। এ কারণেই মূলত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব।আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া এ ম্যাচে বাংলাদেশের বোলিং লাইন-আপকে বেশ শক্ত পরীক্ষার মুখোমুখি হতে হবে।

কোন মন্তব্য নেই