রংপুরে কারাগারের ভবন থেকে পড়ে আসামির মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রংপুরে কারাগারের ভবন থেকে পড়ে আসামির মৃত্যু



রংপুর কেন্দ্রীয় কারাগার ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে সুজন দাস মুন্না (২৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে দুপুর ২টার দিকে ভবন থেকে পড়ে যান তিনি। নিহত মুন্না নগরীর ডিমলা কালিমন্দির এলাকার কমল দাসের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কারাগারের জেলার আমজাদ হোসেন ডন জানান, মাদক সেবনের অপরাধে গত ২ জুন ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজা হয় মুন্নার।

রোববার দুপুরে কারাগারের চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জেলার জানান, মুন্না শারীরিকভাবে দুর্বল ছিলেন। তবে আত্মহত্যার উদ্দেশ্যে ভবন থেকে ঝাঁপ দিয়েছিলেন নাকি পা পিছলে পড়ে গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।




TE/NA

কোন মন্তব্য নেই