আজ ঐতিহাসিক ৬ দফা দিবস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ ঐতিহাসিক ৬ দফা দিবস




বাংলাদেশের ইতিহাসে ৭ জুন ৬ দফা দিবস হিসেবে পরিচিত। ১৯৬৬’র এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সম্বলিত যে ৬ দফা ঘোষণা করেছিলেন তাকে ঘিরেই গড়ে উঠেছিল পরবর্তী বৃহত্তর গণআন্দোলন। ৬৬’র এ দিনে ঢাকাসহ সারাদেশে ৬ দফা এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে হরতাল চলাকালে পাকিস্তানি সৈন্যদের গুলিতে তেজগাঁর শ্রমিক মনু মিয়াসহ ১১ জন নিহত হয়।

আহত হয় ৭শ’র মতো।
১৯৪৮ সালে ভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলন ১৯৫২-এর ২১ ফেব্র্বয়ারি হয়ে ১৯৫৪-এর যুক্তফ্রন্টের বিজয় আর ১৯৬২-এর শিক্ষা ও গণতন্ত্রের আন্দোলনের পথ ধরে ১৯৬৬-এর ৭ জুন এসে ৬ দফার মধ্য দিয়ে স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের রূপ পরিগ্রহ করে। আওয়ামী লীগ প্রতিবছর গুর্বত্বের সঙ্গে এ দিনটি পালন করে থাকে।


TE

কোন মন্তব্য নেই