ফায়ার ব্রিগেডের চাকরি পেলেন সেই ‘স্পাইডারম্যান’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফায়ার ব্রিগেডের চাকরি পেলেন সেই ‘স্পাইডারম্যান’



প্যারিসে অবৈধভাবে বসবাসকারী এক ব্যক্তি বারান্দায় ঝুলন্ত এক শিশুকে অস্বাভাবিক কৌশলের সহায়তায় পাঁচতলা ভবনের ওপর উঠে উদ্ধার করেন। এরপর সে ব্যক্তিকে রীতিমতো হিরো বানিয়ে দেয় মিডিয়া।


২২ বছর বয়সী গাসামা নামে সে ব্যক্তিকে ফ্রান্সের নাগরিকত্ব দেওয়া হয়। এরপর তাকে দেশটির দমকল বাহিনীর চাকরিও দেওয়া হয়েছে। তিনি ইন্টার্ন হিসেবে ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছেন।
ঘটনার দিন একটি ভবনের সামনে ভিড় দেখে সেদিকে এগিয়ে যান। দেখতে পান একটি বহুতল ভবনের পাঁচতলার বারান্দায় ঝুলছে এক শিশু। মুহূর্তেই রীতিমতো ‘স্পাইডারম্যান’-এর মতো দৌড়ে লাফিয়ে একেক তলা বেয়ে উঠে শিশুটিকে উদ্ধার করেন তিনি। মাত্র ৩৫ সেকেন্ডেই শেষ হয় এই উদ্ধার অভিযান।


উৎসুক জনতা এ ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে; যা এরই মধ্যে ভাইরাল হয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিশুটিকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ‘স্পাইডারম্যান’ খেতাব পাওয়া মালির শরণার্থী তরুণ মামুদু গাসামাকে নাগরিকত্ব দিচ্ছে  ফ্রান্স। এরই মধ্যে তাঁকে আমন্ত্রণ জানিয়ে ফ্রান্সের এলিসি প্রাসাদে নিয়ে ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।





TE

কোন মন্তব্য নেই