আ.লীগ-বিএনপি মানুষের মনে শান্তি দিতে ব্যর্থ : জি এম কাদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আ.লীগ-বিএনপি মানুষের মনে শান্তি দিতে ব্যর্থ : জি এম কাদের



দেশের মানুষের মনে শান্তি দিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এই অভিযোগ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, শুধু জাতীয় পার্টিই দেশে শান্তিময় অবস্থা ফিরিয়ে দিতে পারে।

শনিবার বিকেলে রাজধানরি মোহাম্মদপুরের আদাবর থানা জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউই ক্ষমতার স্বপ্ন দেখতে পারবে না।



আদাবর থানা জাতীয় পার্টির সভাপতি মকবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান লিপটন, আবুল খায়ের খায়ের, রেজাউল করিম এবং খেলাফতে মজলিসের শীর্ষ নেতা মাওলানা জালাল আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার আদাবর থানা কার্যালয়ের ফলক উন্মোচন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

কোন মন্তব্য নেই