জুলাইয়ে বাংলাদেশে সফরে আসছেন রাজনাথ সিং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুলাইয়ে বাংলাদেশে সফরে আসছেন রাজনাথ সিং


সন্ত্রাস দমনে সহযোগিতা বৃদ্ধি ও অল্প বয়সীদের মধ্যে জেহাদি মূলক কর্মকেণ্ডের প্রবণতা কমানোসহ একাধিক ইস্যুতে আলোচনার উদ্যেশ্যে আগামী মাসেই বাংলাদেশে সফরে আসবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর তিন দিনের সফর শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন তিনি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও বৈঠক করবেন রাজনাথ সিং। দুই দেশের মধ্যে সন্ত্রাস দমন কৌশল কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং জঙ্গি সংগঠনগুলি যেভাবে সেদেশের অল্প বয়সী যুবক-যুবতীদের মধ্যে যেভাবে জেহাদী মূলক কর্মকান্ডের বীজ বপন করছে-তা কিভাবে রোখা যায় মূলত সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা।
রাজনাথ সিং’এর সাথে বাংলাদেশ সফরের সঙ্গী হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারা। দুই দেশের অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, গবাদি পশু, মাদক, অস্ত্র ও গোলাবারুদ সহ অন্য জিনিসের পাচার রোধেও এই বৈঠকে আলোচনা হবে।


TE

কোন মন্তব্য নেই