৫ দিন ১ লাখ ৩১ হাজার মামলা, জরিমানা আদায় ৩ কোটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৫ দিন ১ লাখ ৩১ হাজার মামলা, জরিমানা আদায় ৩ কোটি




নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের পর ৫ আগস্ট থেকে ট্রাফিক সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয় ট্রাফিক পুলিশ। চলমান বিশেষ ট্রাফিক সপ্তাহের গত ৫ দিনে সারাদেশে মোট এক লাখ ৩১ হাজার ৩৬৭টি মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। আর জরিমানা হিসেবে আদায় করেছে তিন কোটির বেশি টাকা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এই মামলা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের প্রথম পাঁচদিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় মোট ৯৭ হাজার ৪৬টি যানবাহন ও লাইসেন্স না থাকায় ৩৪ হাজার ৩২১ জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও আইনগত ব্যবস্থা হিসেবে ৩ হাজার ২৫৫টি যানবাহন আটক করা হয়েছে। এই সময়ে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে তিন কোটি ১১ লাখ ৩১ হাজার ৬৯৮ টাকা।

কোন মন্তব্য নেই