জ্যাকস অটোমেটিক রিচার্জেবল ব্লাড প্রেসার মনিটর বাজারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জ্যাকস অটোমেটিক রিচার্জেবল ব্লাড প্রেসার মনিটর বাজারে

 

জ্যাকস অটোমেটিক রিচার্জেবল ব্লাড প্রেসার মনিটর বাজারে

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস

স্বাস্থ্য সচেতনদের জন্য বাজারে এসেছে Zaks Automatic Rechargeable Blood Pressure Monitor – ZK-35 R। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিভাইসটি রক্তচাপ মাপার পাশাপাশি বিভিন্ন সুবিধা দিচ্ছে, যা ঘরে বসেই দ্রুত ও সঠিক স্বাস্থ্য পর্যবেক্ষণে সহায়তা করবে।

প্রধান বৈশিষ্ট্য

  • মাল্টিকালার LED ডিসপ্লে – স্পষ্ট ও সহজপাঠ্য রেজাল্ট

  • হাই সেনসিটিভ টাচ বোতাম – মসৃণ ও সহজ নিয়ন্ত্রণ

  • দুইজন ব্যবহারকারীর জন্য 2×99 রিডিং সংরক্ষণ ক্ষমতা

  • আল্ট্রা-লং স্ট্যান্ডবাই টাইম – দীর্ঘ সময় চার্জ ধরে রাখে

  • হাইপারটেনশন সতর্কতা – উচ্চ রক্তচাপ হলে অ্যালার্ট

  • লো ব্যাটারি ইন্ডিকেটর – ব্যাটারি কম হলে জানিয়ে দেয়

উপকারিতা

  • রিচার্জেবল ডিজাইন – ব্যাটারি কেনার খরচ কমায়

  • দ্রুত ও সঠিক মাপ – দৈনিক স্বাস্থ্য পরীক্ষায় আদর্শ

  • কমপ্যাক্ট ও পোর্টেবল – যেকোনো স্থানে সহজে বহনযোগ্য

ফ্রি শিপিং সুবিধাসহ ডিভাইসটি এখন অনলাইনে সহজেই পাওয়া যাচ্ছে।

👉 এখানে ক্লিক করে কিনুন

কোন মন্তব্য নেই