রাবির ভর্তি পরীক্ষায় থাকছেনা লিখিত পদ্ধিতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাবির ভর্তি পরীক্ষায় থাকছেনা লিখিত পদ্ধিতি




পূর্বের ন্যায় এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ভর্তি সংক্রান্ত কমিটির সভায় চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, ‘২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবছর ৫টি ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারবে। এবারও শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিতে পারবে।

তবে আগামীবছর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবেনা। একই সঙ্গে আগামী বছর থেকে লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে আবেদনের জন্য মানবিক শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধমিক উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ এবং বিজ্ঞান শাখা থেকে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.৫০ পেতে হবে।

কোন মন্তব্য নেই