বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সরশিপ স্বত্ত্ব নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সরশিপ স্বত্ত্ব নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার।

বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সরশিপ স্বত্ত্ব নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। আসন্ন এশিয়া কাপ থেকেই দীর্ঘমেয়াদে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কতদিনের জন্য বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে প্রতিষ্ঠানটি চুক্তি করেছে তা জানাননি তিনি।
গত মাসের শেষের দিকে বিসিবির সঙ্গে নিজেদের স্পন্সরশিপ স্বত্ত্ব বাতিল করে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। কারণ হিসেবে প্রতষ্ঠানটি জানিয়েছে, অন্যান্য মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও আরও কয়েকটি কারণে জাতীয় দলের খেলোয়াড়রা তাদের সরিয়ে নেওয়ার কারণে নিজেদের চুক্তি বাতিল করে তারা।
জানা গেছে, বিসিবিতে রবি যতোটুকু শেয়ার নিয়েছিল ততটুকু শেয়ারেই স্পন্সরশিপ নিয়েছে ইউনিলিভার। এতোদিন টাইগারদের ক্যাপ ও জার্সিতে রবির লোগো দেখা গেলেও এখন থেকে ইউনিলিভারের লোগো দেখা যাবে।

কোন মন্তব্য নেই