ঘুমানোর সময় পাশে ফোন চার্জ দেওয়ার ব্যাপারেও সতর্ক ...!
চীনা প্রতিষ্ঠান শাওমির প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন এমআই এ১ ফোনে চার্জ দেওয়ার সময় অগ্নিকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। একজন ব্যবহারকারী শাওমি এমআইইউআই ফোরামে এমআই এ১ ফোনের ব্যাটারি বিস্ফোরণের বিষয়ে রিপোর্ট করেন।ফোরামে ব্যবহারকারী জানান, আট মাসে আগে কেনা তার এই এমআই এ১ ফোনে গরম হয়ে যাওয়া বা অন্য কোনো সমস্যা ছিল না। কিন্তু ফোনটি হঠাত করেই বিস্ফোরিত হয় এবং সে সময় তিনি ঘুমিয়ে ছিলেন।
ওই ব্যবহারকারী জানান, ফোনটি বিস্ফোরিত হয়ে নষ্ট হয়ে গেছে। বিস্ফোরণের পর ফোনটির ছবিও ওই ফোরামে পোস্ট করে ভুক্তভোগী ব্যবহারকারী।
এ ছাড়াও তিনি অন্য এমআই এ১ ফোন ব্যবহারকারীকে ঘুমানোর সময় পাশে ফোন চার্জ দেওয়ার ব্যাপারেও সতর্ক করেন। তবে শাওমি এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। শাওমি গত বছর আগস্ট মাসে এমআই এ১ ফোন উন্মুক্ত করে। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর এবং ব্যাকআপের জন্য ৩ হাজার ৮০ এমএএইচ ব্যাটারি।
সূত্র: গ্যাজেটস নাউ

কোন মন্তব্য নেই