রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে ইমপ্রেস’র হেলিকপ্টার ভূপাতিত
রাজশাহীর গোদাগাড়িতে বৃহস্পতিবার দুপুরে ইমেপ্রেস এ্যভিয়েশনের একটি হেলিকপ্টার বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চালকসহ চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়াসহ মোট ৭জনের সকলেই অক্ষত রয়েছেন।
সূত্রমতে, গোড়াগাড়ি উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলাটির আনোয়ারা ফাহিম জিয়া উদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন এই তিন পরিচিত মুখ।

অনুষ্ঠান শেষে গোদাগাড়ির লালবাগে অবস্থিত হেলিপ্যাড থেকে ইমপ্রেস এ্যভিয়েশনের হেলিকপ্টারটি যাত্রীদের নিয়ে ফিরে যাবার সময় দুর্ঘটনার শিকার হয়। এসয় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নির্মাণাধিন বাড়ির ওপর পড়ে যায়। এই ঘটনায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও চালকসহ যাত্রীদের সকলেই অক্ষত ছিলেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়। খবর পেয়ে গোদাগাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়। ঘটনার পর দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমাতে শুরু করে।
হেলিকপ্টার চালকের দেয়া তথ্য মতে, বৈরী আওহাওয়ার কারণে হেলিকপ্টারে ত্রুটি দেখা দেয়। এসময় নিরাপত্তার খাতিরে হেলিকপ্টারটিকে ল্যান্ড করাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ি থানার ওসি জাহাঙ্গির আলম প্রাথমিকভাবে জানান, বৈরী আবহাওয়ায় ইঞ্জিনে ত্রুটির দেখা দেওয়ায় হেলিপ্যাডের কাছেই এ দুর্ঘটনা ঘটে। চালক ও যাত্রীদের সকলেই অক্ষত রয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


কোন মন্তব্য নেই