কড়া শাস্তি হতে পারে জয়সুরিয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কড়া শাস্তি হতে পারে জয়সুরিয়ার



সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে বড় অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের বিরুদ্ধে তথ্য গায়েব, তদন্তে সহযোগিতা না করা ও দেরি করার মতো অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে বিধিভঙের অভিযোগ এনেছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, কোড অব কন্ডাকটের ২.৪.৬ এবং ২.৪.৭ ধারায় অভিযুক্ত জয়সুরিয়া। যার কারণে কড়া শাস্তি হতে পারে তার।



প্রধান অভিযোগ বিভিন্ন সময় তদন্তে সহযোগিতা করেননি সাবেক বিস্ফোরক এই ব্যাটসম্যান। অনেক ক্ষেত্রে তথ্য পর্যন্ত গায়েব করে দিয়েছেন। বারবার বলার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকার সময়ই তিনি এইসব কাজ করেছেন।



জয়সুরিয়াকণ্ডে বিস্ফোরক মন্তব্য করে এই বিতর্ককে অন্য এক মাত্রা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। তিনি বলছেন, হিমশৈলের চূড়া শুধু দেখা যাচ্ছে। আরও অনেক ঘটনাই এবার প্রকাশ্যে আসবে।

স্কাই স্পোর্টসে নাসের বলেন, ‘আরও নাম কিন্তু এবার বেরিয়ে আসবে। এ তো স্রেফ হিমশৈলের চূড়া।’

ইংলিশ সাবেক অধিনায়ক মনে করেন, এই ঘটনার জের অনেক দূর গড়াবে, ‘এটা একটা বিশাল ব্যাপার। জয়সুরিয়া শুধু শ্রীলঙ্কার ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেও বিশাল নাম। এক জন মহান ক্রিকেটার, সাবেক অধিনায়ক, নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান। এতদিন আইসিসির বিরুদ্ধে অভিযোগ ছিল, বড় নামকে এড়িয়ে গিয়ে ছোট নামের পেছনে ছোটে তারা। এবার ছবিটা বদলেছে। জয়সুরিয়ার চেয়ে বড় নাম কমই আছে।’



কোন মন্তব্য নেই