রাজশাহীতে বাঁশের খুঁটিতে টাঙানো হয়েছে বৈদ্যুতিক সংযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে বাঁশের খুঁটিতে টাঙানো হয়েছে বৈদ্যুতিক সংযোগ



রাজশাহীতে বাঁশের খুঁটিতে টাঙানো হয়েছে বৈদ্যুতিক সংযোগ। বাড়ি বাড়ি মিটার বসিয়ে বিলও আদায় করে যাচ্ছে কর্তৃপক্ষ। শত শত বাড়িতে বছরের পর বছর ধরে এভাবেই চলছে অবৈধ সংযোগ। তবে এনিয়ে খুব একটা মাথাব্যথা নেই নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড- নেসকোর। ফলে মারাত্মক ঝুঁকির মধ্যে চলছে বিদ্যুৎ পরিবাহীব্যবস্থা।

গেল সিটি নির্বাচনের সময় নগরীর ৬ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী বিদ্যুতের খাম্বা বসানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি রেলের বস্তিতে খাম্বা ফেলে ভোটও বাগিয়েছেন। কিন্তু নির্বাচনের পরই সেই খাম্বাও তুলে নিয়ে গেছেন। আর এখানে দীর্ঘদিন ধরে বাঁশের খুঁটিতেই চলছে বিদ্যুত সংযোগ। কেবল ৬ নম্বর ওয়ার্ড নয়; বিভিন্ন এলাকায় এরকম ঝুকিঁপুর্ণ সংযোগ টাঙানো হয়েছে রেললাইনের ওপর ও নিচ দিয়েও।

বাসাবাড়ির ক্ষেত্রে মূল খাম্বা থেকে ১০০ ফিট দুরত্বের মধ্যে সংযোগ দেয়ার কথা বিদ্যুৎ বিভাগের। এজন্য গ্রাহককে ফি গুণতে হবে ৮০০ থেকে এক হাজার টাকা।কিন্তু এসব নিয়মের ধারেকাছে না গিয়ে দিব্যি সংযোগ দেয়া হয়েছে ।

এ ধরনের অবৈধ সংযোগ থেকেও রীতিমতো বিল আদায় করে স্বীকৃতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে পিডিবি থেকে নেসকোতে রূপান্তরিত হওয়ার পর অবৈধ সংযোগ শনাক্তের কাজ শুরু হয়েছে বলে জানান, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।

কোন মন্তব্য নেই