জিজ্ঞাসাবাদের সময় মারা যান খাশোগি
সৌদির প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় নতুন মোড় নিতে চলেছে। কেননা সৌদি কর্তৃপক্ষ স্বীকার করার প্রস্তুতি নিচ্ছে যে, সাংবাদিক জামাল খাশোগি জিজ্ঞাসাবাদের সময় মারা যান। তুর্কি পুলিশ সোমবার গভীর রাতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালানোর পর এ কথা জানা গেল।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক গোপন সূত্রের বরাত দিয়ে জানায়, সৌদি সরকার নিহত সাংবাদিক খাশোগি হত্যার দায় নিতে চলেছে। তবে তারা কতটা দায় নেবে সে বিষয়টি স্পষ্ট নয়।
সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তার জিজ্ঞাসাবাদের সময় খাশোগি মারা যান বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা।
গত ২ অক্টোবর বিয়ে সংক্রান্ত কাগজপত্র আনতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ওই সাংবাদিক। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সৌদি আরবকে দায়ী করেছে তুর্কি কর্তৃপক্ষ।
তাদের ধারণা, খাশোগিকে ওই কনস্যুলেটের ভিতরেই হত্যা করা হয়েছে।
সৌদি সরকার এ অভিযোগ অস্বীকার করে আসলেও এবার তারা এ ঘটনার দায় স্কীকারের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

কোন মন্তব্য নেই