সড়ক পরিবহণ আইন পরিবর্তন সম্ভব নয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সড়ক পরিবহণ আইন পরিবর্তন সম্ভব নয়



সড়ক পরিবহণ আইন পরিবর্তন আপাতত সম্ভব নয় বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। আজ রবিবার বনানী সেতু ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার পর এসব কথা বলেন তিনি।
এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের দাবি সম্পর্কে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের ৭’দফা মানতে হলে সংবিধান সংশোধন করতে হবে, যা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পূনর্গঠন সম্ভব নয়। যারা পূনর্গঠন চায় তারা আসলে নির্বাচনই চায়না তিনি আরও জানান, ‘নির্বাচনের সময় সরকারে যারা আছেন তারাই থাকবেন। তবে প্রধানমন্তী চাইলে এর পরিধি কমতেও পারেন, বাড়তেও পারেন।’


প্রসঙ্গত, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট আজ রবিবার সকাল শুরু হয়েছে। সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে ডাকা এ ধর্মঘট মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।

গতকাল শনিবার শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক উছমান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮’ পাস হয়েছে। এ আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণয না করে অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমন অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। এর কারণে আন্দোলন ছাড়া বিকল্প কোনো আমাদের সামনে খোলা নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের সংশোধন ও উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা নিরসনের লক্ষ্যে রবিবার সকাল ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।


কোন মন্তব্য নেই