শাহ জালাল (রহ.) ও শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করে দিনের কার্যক্রম শুরু ঐক্যফ্রন্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শাহ জালাল (রহ.) ও শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করে দিনের কার্যক্রম শুরু ঐক্যফ্রন্ট



নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচী আনুযায়ী সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করে দিনের কার্যক্রম শুরু করেছেন। এ সময় নেতৃবৃন্দ দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।

সিলেটে আজ বুধবার বিকেলে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা অনুষ্ঠিত হচ্ছে। নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত প্রথম জনসভায় জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এই জনসভায় প্রধান অতিথি থাকছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে রাতে জেলা বিএনপির সভাপতির বাসায় প্রস্তুতি সভা করে বের হওয়ার পর নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরীকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। শাহরিয়ারকে পুলিশ নিয়ে যাওয়ার সময় নগর পুলিশের উপকমিশনার আজবাহার শেখ গণমাধ্যমকে বলেন, ‘উনি অসুস্থ, তাই নিয়ে যাচ্ছি।’

এ ছাড়া  রাতেই শাহজালাল উপশহরের একটি হোটেলের সামনে থেকে বিএনপির আটজন কর্মীকে আটক করে পুলিশ।

আজকের সমাবেশ সফল করতে গতকাল সকালে ও দুপুরে নগরে ঐক্যফ্রন্টের প্রচারপত্র বিলি করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির নেতারা। আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সমাবেশে অংশ নিতে কোনো ধরনের বাধা না দিলে দলীয় কর্মী–সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ঢল নামবে বলে আশা করছি।’

কোন মন্তব্য নেই