চ্যারিটেবল দুর্নীতি মামলায় খালেদার সাত বছরের সশ্রম কারাদন্ড
খালেদা জিয়ার অনুপস্থিতি জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের এ রায়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা করেছে আদালত। এছাড়া ১০লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬মাসের জেল। অবশ্য এ রায়ের বিপরীতে আসামী পক্ষ উচ্চআদালতে আপিল করতে পারবেন।
এ ছাড়া খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্নান এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলামকেও সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।পাশাপাশি প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এদিকে হারিস চৌধুরী পলাতক রয়েছেন।
আদালতের পর্যবেক্ষণ, ভবিষ্যতে কেও যাতে ক্ষমতার অপব্যবহার না করে সে জন্য এই শাস্তি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা কালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি শহীদ জিয়া চ্যারিটেবলের নাম করে সাত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে আদালত। এছাড়া ক্রয় করা ৪২ কাঠা সম্মত্তি যা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে রায়ে।
প্রসঙ্গত, ২০১৪ সালে শুরু হয় এ মালার বিচার কার্য শুরু হয়।

কোন মন্তব্য নেই