ম্যারাডোনা কেন দুই হাতে ঘড়ি পরেন ? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ম্যারাডোনা কেন দুই হাতে ঘড়ি পরেন ?



আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সব সময় খবরের শিরোনামে থাকতেই পছন্দ করেন মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক।

রাশিয়া বিশ্বকাপ চলাকালে এর ব্যতিক্রম হয়নি। দিন কয়েক আগে খবর প্রকাশিত হয়েছিল, তার হাঁটুতে সমস্যা। ভালো করে হাঁটতে পারছেন না। 

ম্যারাডোনার চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হবে। ম্যারাডোনা সব সময়েই খবর হতে চান।

এখন খবর হলো, তিনি কেন দুই হাতেই ঘড়ি পরে থাকেন? এর পেছনের কারণ কী? দামি ঘড়ির প্রতি দারুণ আকর্ষণ ম্যারাডোনার। বিদেশে গেলে দুই হাতে ঘড়ি পরা তার পুরনো অভ্যাস। এই ছবি বহু জায়গায় প্রকাশিত হয়েছে। বিদেশে গেলে শুধুমাত্র স্থানীয় সময় দেখলে ম্যারাডোনার চলে না। নিজের দেশ আর্জেন্টিনার সময়ও দেখেন মহাতারকা।

এটাই হলো ম্যারাডোনার দুটি ঘড়ি পরার রহস্য। তিনি মোটেও মিতব্যয়ী নন। হিরের দুল পরেন তিনি। চোখে থাকে দামি রোদ চশমা। বিলাসবহুল গাড়ি রয়েছে তার। ম্যারাডোনার বাড়িও চকচকে। সব মিলিয়ে ম্যারাডোনা সব সময়েই রঙিন এক চরিত্র।

কোন মন্তব্য নেই