রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তা নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার সকালে ৭টায় নাটোর-রাজশাহী মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা হয় বলে নিশ্চিত করেছেন বেলপুকুর থানা কর্তৃপক্ষ।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমগাছি এলাকার মৃত মোসলেমের ছেলে নিয়ামত আলী (৫৫)। তিনি আলআরাফা ইসলামী ব্যাংকের চাঁপাই নবাবগঞ্জ শাথার এ্যজেন্ট ব্যংকিং এর কর্মকর্তা। নিহত আরেকজন বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের মৃত আশরাফ সর্দারের ছেলে আব্দুল মান্নান সর্দার (৫৮)। তিনি সোসাল ইসলামী ব্যংকের ম্যানেজার।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, সকালে নোটোরের দিক থেকে একটি প্রাইভেট কার রাজশাহীর দিকে আসছিন। এসময় সামনে দ্রুত গতিতে থাকা একটি ট্রাক গতি কমালে পেছনে থাকা কারটি দুর্ঘটনা এড়াতে তাৎখনিক গতি কমাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের ডোবায় পড়ে যায়। এসময় কারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাৎখনিক পুলিশের সহযোগীতায় কারে থাকা যাত্রীদের উদ্ধার করে রামেক হাসপালে প্রেরণ করে।
পরে রামেকের কর্তব্যরত চিকিৎসকেরা আহত দুইজনকে মৃত ঘোষণা করে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট কার যোগে বগুড়া থেকে নিয়ামত ও মান্নান রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে তারা ভাংড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রয়েছে।

কোন মন্তব্য নেই