বিশ্ব ডিম দিবস আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্ব ডিম দিবস আজ



বিশ্বে দিবসের কোনো শেষ নেই। ডিম নিয়েও আছে একটি দিবস। আজ সেই দিন, ‘বিশ্ব ডিম দিবস’। 

‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’-স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। মত্স্য ও প্রাণিসম্পদ অধিদফতর এবং পোল্ট্রি খাতের সংগঠনগুলোর সম্মিলিত জোট বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি যৌথভাবে দিবসটি পালন করবে।

 


প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয় বিশ্ব ডিম দিবস। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এই দিবসটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে। ‘ইন্টারন্যাশনাল এগ কমিশন’ ১৯৯৬ সালে ভিয়েনায় অনুষ্ঠিত এক সম্মেলনে প্রথমবারের মতো ডিম দিবসের ঘোষণা দেয়।

কোন মন্তব্য নেই