জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিট-১’ এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-১’ বিজ্ঞান অনুষদের ফলাফল ১৪ অক্টোবর প্রকাশ হয়েছে। প্রকাশিত এ ফলাফলে ১১৭৮টি আসনের বিপরীতে ৫৫০৭ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন।
যেসব শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় রয়েছে তারা আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টা থেকে ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিষয় পছন্দ করতে পারবেন। প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে।
অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ Subject Choice করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভর্তির পরও শিক্ষার্থীদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন ঘটবে এবং শিক্ষার্থীদের সেটা মেনে নিতে হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দেওয়া বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয় পছন্দ (Subject Choice) করতে না পারলে কোনো বিষয়ে ভর্তির জন্য বিবেচনা করার আর কোনো সুযোগ থাকবে না।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘ইউনিট-১’-এর ১ হাজার ১৭৮টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪১৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়।
এর মধ্যে সকালের শিফটে ১৩ হাজার ২৪১ জন এবং বিকেলের শিফটে ১৩ হাজার ১৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেন।
ফলাফল দেখতে :
‘ইউনিট-১ এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই