রাজশাহিতে প্রস্তাবিত চামড়া শিল্প পার্কের জায়গা পরিদর্শনে মেয়র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহিতে প্রস্তাবিত চামড়া শিল্প পার্কের জায়গা পরিদর্শনে মেয়র



রাজশাহীতে ১০০ একর জায়গার উপর গড়ে উঠতে যাওয়া প্রস্তাবিত লেদার (চামড়া) শিল্প পার্কের জায়গা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে পবার হরিয়ান ও পুঠিয়ার বেলপুকুরে জায়গা পরিদর্শনে যান তিনি।
এ সময় আশা প্রকাশ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, লেদার শিল্প পার্কটি প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ আরো বৃদ্ধি পাবে। মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্প পার্কটির কাজ দ্রুত বাস্তবায়নে যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান, স্টেট অফিসার ওয়েসকুরোনী, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান আলী, মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু প্রমুখ।
এরআগে মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিসিক শিল্প নগরী-২ এর জায়গাও পরিদর্শন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

কোন মন্তব্য নেই