খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না অ্যাটর্নি জেনারেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না অ্যাটর্নি জেনারেল



অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না ।

মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

এ ছাড়া দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়া ছিলেন এ মামলার মুখ্য আসামি। সেই গ্রাউন্ডে তার সাজা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন। ফলে মামলায় সব আসামির সাজাই ১০ বছর হল। আসামিপক্ষের যারা জামিনে ছিলেন তা বাতিল হয়ে গেল। এ রায়ের পর খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই