কক্সবাজারে আমনের বাম্পার ফলন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কক্সবাজারে আমনের বাম্পার ফলন



নতুন ধানের গন্ধে এখন মৌ মৌ করছে কক্সবাজারের গ্রাম-গঞ্জ। এবার আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব।

কৃষকরা জানিয়েছেন, এবার কক্সবাজার জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। গত পক্ষকাল ধরে মাঠ থেকে আমন ফসল তোলা হচ্ছে। এখন কৃষকরা ধান কাটতে, মাড়াতে ও শুকাতে ব্যস্ত। আর নতুন ফসলের গন্ধে মৌ মৌ করছে গ্রামগঞ্জের মাঠঘাট।

এখন ব্যস্ত সময় কাটছে কৃষক পরিবারে। এ ধানকাটা মৌসুম পক্ষকালের মধ্যে শেষ হয়ে যাবে। আর কৃষক পরিবারে নতুন ধান তোলার পর তা দিয়ে চলছে নবান্ন উৎসব। এ উৎসবে ঘরে ঘরে বানানো হচ্ছে শীতপিঠা, পুলি পিঠা, ভাতপিঠা, পাক্কন পিঠা, আতিক্কা পিঠাসহ নানা রকমের পিঠা।

কক্সবাজার শহরেরর দরিয়ানগরের কৃষক আসমত আলী জানান, এ বছর সময়মতো ভালো বৃষ্টি হওয়ায় আমন ফসল খুব ভালো হয়েছে। তবে কিছু স্থানে পোকার আক্রমণে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক নফুমাঝি জানান, নতুন ধান ঘরে তোলার পর সেই ধান দিয়ে ঘরে ঘরে পিঠা তৈরি করা হচ্ছে। প্রতিবেশীরা একে অপরের সাথে এ উৎসব উপভোগ করছে।

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজারে এবার প্রায় ৭৮ হাজার ২০২ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। তবে কী পরিমাণ ফসল উঠেছে তার পরিসংখ্যান আরো পক্ষকাল পরে পাওয়া যাবে বলে জানান অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার।

তিনি বলেন, ‘এবার সারাদেশের মতো কক্সবাজারেও আমনের ভালো ফসল হয়েছে।’

তিনি জানান, কক্সবাজারে আমন মৌসুমেই সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয়। আর আউষ মৌসুমে হয় খুব কম। কক্সবাজারে আউষ মৌসুমে ফসল হয় মাত্র ৪ হাজার ৩শ হেক্টর জমিতে। বোরো চাষ হয় ৫৭ হাজার হেক্টর জমিতে। আর শীতকালীন সবজির চাষ হয় প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘বর্তমান সরকারের কৃষিবান্ধব পদক্ষেপের কারণে ফসলের উৎপাদন বাড়ছে।’

কোন মন্তব্য নেই