রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার
রাজশাহীতে র্যাব-৫ এর পৃথক অভিযানে ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যসহ ১২ জনকে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার নগরীর বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার এএইচএম কামরুজ্জামান চত্তর এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম রেজাউল ইসলাম। সে কাঁটাখালি থানার হরিয়ান এলাকার জিবরাইলের ছেলে।
অপর একটি অভিযানে বিকেলে বোয়ালিয়া থানাধীন শেখ পাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ৪৯৫ পিচ ইয়াবাসহ শফি ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নগরীর কাশিয়াডাঙা থানার হড়গ্রাম চারখুটামোড় এলাকার মৃত ভাগলু শেখের ছেলে। এসময় ০১টি ব্যাটারীচালিত অটোরিকশা, নগদ ৩১০ টাকাও জব্দ করা হয়। ওই দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই দুই অভিযান ছাড়াও মাদক নিমূলে র্যাব রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে ১০ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সে সময় ২৪২ গ্রাম গাঁজা, ০৫টি কলকি ও ০৫টি গ্যাস লাইট জব্দ করা হয়। এরপরে ভ্রাম্যমান আদালতে ০১ জনকে ০৬ মাস, ০৪ জনকে ০২ মাস এবং ০৫ জনকে ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে আসামীদের কারাগারে প্রেরণ ও জব্দকৃত গাঁজা ও অন্যান্য আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অভিযানে মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযান চালিয়েছে। নগরীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।
বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ০৭ জন, চন্দ্রিমা থানা ০২ জন, মতিহার থানা ০৩ জন, কাটাখালি থানা ০১ জন, বেলপুকুর থানা ০১ জন, শাহমখদুম থানা ০২ জন, এয়ারপোর্ট থানা ০১ জন, পবা থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৭ জন, কর্ণহার থানা ০১ জন, দামকুড়া থানা ০৩ জন ও ডিবি পুলিশ ০২ জনকে গ্রেপ্তার করে।
যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, রাজশাহীর তানোরে ২ হাজার পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোর জেলার পূর্বহাগোরিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র বকুল হোসেন (২৮), রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়ইপাড়া গ্রামের আফসার আলী মন্ডলের (পচা) ছেলে মুক্তার হোসেন (৩৩), চাঁপাইনব্বাগঞ্জ জেলার উপরটোলা মুরাদপুর গ্রামের মৃত জিল্ল্ুর রহমানের ছেলে সাদিকুল ইসলাম (৩৪)।
মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে চাঁপাইনব্বাগঞ্জ থেকে তানোর থানা সামনে দিয়ে একটি মাইক্রোবাস (নাম্বার নং- ঢাকা মেট্রো খ-১৩-০৮৬৭) থানা মোড় দিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাস টি পথরোধ করে গাড়ি তল্লাশি করেন। এসময় এসআই রহিম গাড়ির ভেতর থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পুলিশ তিন জনকে হাতে নাতে গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গীয় ফোর্সসহ থানা মোড়ে রাস্তায় গাড়ি তল্ল্াশি করি। ইয়াবাসহ মাইক্রোটি পালাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি।

কোন মন্তব্য নেই