অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল পাকিস্তান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল পাকিস্তান


৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬৬ রানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান। টস হেরে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান করে পাকিস্তান।
জবাবে, পাকিস্তানের দারুণ বোলিংয়ে মাত্র ৮৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
আবু ধাবিতে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে ফখর জামানকে হারায় পাকিস্তান। এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি সরফরাজের দলকে। বাবর আজম আর মোহাম্মদ হাফিজের ব্যাটে চড়ে দলীয় স্কোরে ৭৩ রান যোগ করে পাকিস্তান। হাফিজ ৩৯ রান করে আউট হলেও অবিচল থাকেন বাবর। শেষপর্যন্ত তার অপরাজিত ৬৮ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই ফিঞ্চ, শর্ট, ম্যাক্সওয়েল ও বেনের উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লিন। এরপর পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এর সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি অজিরা। কল্টারের ৩৪ ও অ্যাগারের ১৯ রান ছাড়া দশের কোটাই পার হতে পারেনি কেউই। ফলে ৮৯ রানেই অজিরা গুটিয়ে গেলে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১৫৫/৮ (২০) বাবর আজম ৬৮, হাফিজ ৩৯; স্ট্যানলেক ২১/৩, টাই ২৪/৩।

অস্ট্রেলিয়া ৮৯/১০ (১৬.৫) কাল্টার নেইল ৩৪; ইমাদ ওয়াসিম ২০/৩, ফাহিম আশরাফ ২৩/২।

কোন মন্তব্য নেই