আজ ২০ অক্টোবর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল
ঘটনা
- ১৭৯৮ - কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরের মুসলিম জনতা ও দখলদার ফরাশি সেনাদের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল এবং ছাত্রসহ প্রায় ৩ হাজার মানুষ শহীদ হয়।
- ১৮২৭ - ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্সের সাথে ওসমানীয় খেলাফতের মধ্যে সমুদ্র যুদ্ধ সংঘটিত হয়।
- ১৯২২ - ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করে।
- ১৯৪৪ - গুয়াতেমালায় গণঅভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে।
- ১৯৬৩ - মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রপ্তানি নিষিদ্ধ করে।
- ১৯৯১ - ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহ¯্রাধিক লোকের প্রাণহানি ঘটে এবং প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
- ১৯৯৬ - অন্ধপ্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন প্রাণ হারায়।
জন্ম
- অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তাঁর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তাঁর জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তাঁর গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; "বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন"।
মৃত্যু
- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় (১৭৮৭–১৮৪৮) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ও বাংলা সাহিত্যের প্রথম কথাসাহিত্যিক। ভবানীচরণ গোঁড়া হিন্দুসমাজের প্রতিনিধি ছিলেন ও বাংলায় পাশ্চাত্য শিক্ষা ও চেতনা বিস্তারের প্রবল বিরোধিতা করেন। বাংলা ভাষার উন্নতিকল্পে কয়েকটি পাঠ্যপুস্তকও রচনা করেন।

কোন মন্তব্য নেই