রাস্তায় নেই কোন যানবাহন, জনগনের দুর্ভোগ চরমে... - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাস্তায় নেই কোন যানবাহন, জনগনের দুর্ভোগ চরমে...


ছবিঃ গাজীপুর চন্দ্র। সকালঃ ০৮ঃ৩০

সড়ক আইন সংশোধন করে পঞ্চম শ্রেণিতেই লাইসেন্স, মামলা জামিনযোগ্য করাসহ ৮ দফা দাবিতে আজ রবিবার সকাল থেকে সারা দেশে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। বাস-সিএনজি-প্রাইভেটকার কিছুই চলতে দেয়া হচ্ছে না। তাই অফিস যাত্রীদের বাধ্য হয়ে রিকশা-ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন রিকশা-ভ্যানচালকরা।যাত্রীদের অনেকে তাই বাধ্য হয়ে ভাড়া ভাগাভাগি করে নিচ্ছেন।

ছবিঃ গাজীপুর চন্দ্র। সকালঃ ০৮ঃ৩০

সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার বিকালে সংগঠনটির সভাপতি ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলা শ্রমিক সমাবেশ থেকেও এ ঘোষণা দেওয়া হয়।

শ্রমিক ফেডারেশনের দাবি, সড়ক পরিবহন আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে শ্রমিকরা সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকিতে রয়েছে। এমনি অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। সমাবেশে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। 

কোন মন্তব্য নেই