তেল নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে আমেরিকা: কর্মকর্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তেল নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে আমেরিকা: কর্মকর্তা



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী মাস থেকে ইরানের তেল রপ্তানির ওপর পুনরায় কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে। মার্কিন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে ভয়ঙ্কর একপেশে হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেন এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। গত ৬ আগস্ট থেকে আমেরিকা ইরানের বিরুদ্ধে তাদের প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞা কার্যকর করে। এর আওতায় ইরান মার্কিন ডলারের বাজারে ঢুকতে পারবে না। এছাড়া, সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বেচাকেনাও করতে পারবে না ইরান।



মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় পর্যায়ে আগামী ৪ নভেম্বর থেকে ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে না। আমেরিকা দাবি করছে এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল বেচাকেনা শূণ্যের কোঠায় নামিয়ে আনা হবে।

গতকাল (শুক্রবার) নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের তেল রপ্তানীর ওপর নিষেধাজ্ঞার মাত্রা উল্লেখযোগ্য হারে কমানোর জন্য ট্রাম্প প্রশাসন কাজ করছে।

ওয়াশিংটন ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি  বিবেচনা করছে বলে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতে সফরে গিয়ে জানানোর পর ওই কর্মকর্তার পক্ষ থেকে এ বক্তব্য এলো।

কোন মন্তব্য নেই