আজ ১৬ অক্টোবর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ ১৬ অক্টোবর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল








দিবস



ঘটনা

  • ১৯২৩- দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা।
  • ১৯৪৫- কানাডার কুইবেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠা।






জন্ম


  • ১৯২৭- নোবেল জয়ী জার্মান সাহিত্যিক ও চিত্রকর গুন্টার গ্রাস।
  • ১৯৫৬- কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। তিনি কবিতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। সত্তরের দশকেই তিনি একজন শক্তিমান কবি হিসেবে পরিচিতি লাভ করেন। সমকালের সমাজ ও রাজনীতির অস্থিরতায় সৃষ্ট হতাশা, সঙ্কীর্ণতা এবং ক্ষমতার দ্বন্দ্ব ও সংঘাতময় জীবনের প্রতিচ্ছবি তার কবিতায় লক্ষ্যণীয়। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কাব্যগ্রন্থের মধ্যে ছোবল (১৯৮৬), গল্প (১৯৮৭), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮), মৌলিক মুখোশ (১৯৯০) ও একগ্লাস অন্ধকার (১৯৯২) উল্লেখযোগ্য।তিনি প্রধানত কবি হলেও কাব্যচর্চার পাশাপাশি সংগীত, নাটক, ছোটগল্প এবং প্রবন্ধ রচনাতে সমান উৎসাহী ছিলেন। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে তিনি ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ অর্জন করেন। ১৯৯১ সালের ২১ জুন ঢাকায় তার মৃত্যু হয়।



মৃত্যু


  • ১৩৬৫- ইরানের সমকালীন গবেষক ও অনুবাদক হোসেন খাদিভ জাম।
  • ১৩৬৮- ইরানের বিশিষ্ট সংগীতজ্ঞ মোর্তজা হান্নান।
  • ১৯৫১- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান।


কোন মন্তব্য নেই