ওয়ালটন প্লাজা ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়ালটন প্লাজা ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত



উচ্চমানের পণ্য এবং সবোর্ত্তম বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহকদের মন জয় করতে চায় ওয়ালটন। বিশ্বের প্রতিটি প্রান্তে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য পৌঁছে দিতে চায় তারা। দিনব্যাপী ওয়ালটন প্লাজা ম্যানেজার কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। কনফারেন্সে বলা হয়, বিশ্বের সেরা মানের পণ্য তৈরিতে নিজস্ব কারখানায় টেলিভিশন উৎপাদনে আরও ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ওয়ালটন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘মিট দ্য প্লাজা ম্যানেজারস অ্যান্ড একচেঞ্জ ভিউ ২০১৮’ শীষর্ক দিনব্যাপী ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে সারা দেশের বিভিন্ন জোন থেকে আসা ওয়ালটনের নিজস্ব বিক্রয়কেন্দ্রের তিন শতাধিক ম্যানেজার বা ব্যবস্থাপক অংশ নেন। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম রেজাউল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না এবং রাইসা সিগমা হিমা।বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই