রাজশাহী নগর ঘেশা পদ্মায় অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে জরিমানা করেছে রাজশাহী জেলা প্রশাসন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহী নগর ঘেশা পদ্মায় অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে জরিমানা করেছে রাজশাহী জেলা প্রশাসন



দেশের নদী ও বাজারগুলোতে চলছে ইলিশ ধরা ও বিক্রয়ে নিশেধাজ্ঞা। সেই সাথে নিশেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলছে স্থানীয় প্রশাসনগুলোর সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় রাজশাহী নগর ঘেশা পদ্মায় অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে জরিমানা করেছে রাজশাহী জেলা প্রশাসন। 


সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-৫ এর সহযোগীতায় পরিচালিত অভিযানে এই ১০জন জেলের চারটি নৌকা থেকে জব্দ করা হয়েছে ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, আমরা সবাই জানি ২৮ অক্টোবর (রোববার) পর্যন্ত নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)সহযোগিতায় রাজশাহী হরিপুর ইউনিয়ের পদ্মা নদী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চারটি নৌকা থেকে মোট ১৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক করা হয় এর সঙ্গে জড়িত ১০ জেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা ও মুচলেকা দেওয়ায় ১০ জেলে ছাড়া পান। তিনি আরও জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা এবং ইলিশগুলো এতিমখানায় দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই