আজ ১২ নভেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল
ঘটনা
- ১৯১৮- অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯৩০- ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক।
- ১৯৫৬- মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।
- ১৯৭০- বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ১০-১৫ লাখ মানুষ প্রাণ হারান।
- ১৯৭১- চীনের সঙ্গে রুয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা।
- ১৯৯০- পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।
- ১৯৯৬- জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়।
জন্ম
- ১৬৪৮- মেক্সিকান কবি হুয়ানা ইনেস দে লা ক্রস।
- ১৮১৭- বাহাউল্লা নামে পরিচিত আধ্যাত্মিক নেতা, বাহাই বিশ্বাসের জনক মির্জা হুসায়েইন আলী নুরি।
- ১৮৪০- প্রখ্যাত ভাস্কর্যশিল্পী আগুস্ত রঁদ্যা।
- প্যারিসের একটি শ্রমজীবী পরিবারে তার জন্ম। পুরো নাম ফ্রাঁসোয়া অগুস্ত রেনে রদ্যাঁ। তার কাজ উনিশ শতকের শেষ ভাগে শিল্পজগতে ব্যাপক প্রভাব ফেলে। বোজ আর্ট ধারার অনুগামী ও বিরোধী এ ভাস্কর জটিল মানবমূর্তি নির্মাণে অদ্বিতীয় নৈপুণ্য দেখিয়ছেন। বিশ্বের উল্লেখযোগ্য বিভিন্ন জাদুঘর ও সংগ্রহশালায় রদ্যাঁর ভাস্কর্য সংগৃহীত রয়েছে।
- ১৮৬৬- চীনের বিপ্লবী নেতা সান ইয়াৎ সেন।
- ১৮৯৬- ভারতের প্রখ্যাত পক্ষীবিশারদ সেলিম আলী।
মৃত্যু
- ১৯৪৬- ভারতের স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ পণ্ডিত মদনমোহন মালব্য।
- ১৯৬৯- শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী অজিতকুমার গুহ।
- সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে তিনি বহু প্রবন্ধ রচনা করে গেছেন। এ দেশের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সাহিত্য-সংস্কৃতিচর্চার ধারা নির্মাণে তার অবদান ও সাফল্য অপরিসীম। তিনি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, সোনার তরী ও গীতাঞ্জলি এবং কালিদাসের মেঘদূত সম্পাদনা করে কৃতিত্বের পরিচয় দেন।
- রবীন্দ্রসাহিত্যের খ্যাতনামা অধ্যাপক এবং সুবক্তা হিসেবেও তার খ্যাতি ছিল। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্যসভায় শ্রুতিমধুর বক্তৃতা দিয়ে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।
- ১৯৮৯- বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বির।

কোন মন্তব্য নেই