ফেসবুক অ্যাপও জানাবে ব্যবহারের সময় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেসবুক অ্যাপও জানাবে ব্যবহারের সময়


অ্যাপে কতক্ষণ ব্যয় করছেন ব্যবহারকারীদের সে তথ্য জানানোর ফিচার এনেছে ফেসবুক। নিজেদের অধীনস্থ ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম এমন ফিচার আনার কয়েকদিনের মধ্যেই তা নিয়ে এলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। একজন ব্যবহারকারী অ্যাপে কত মিনিট ব্যয় করছেন তা জানিয়ে দেবে ফেসবুকের নতুন ‘ইওর টাইম অন ফেসবুক’ টুল। এর মাধ্যমে ব্যবহারকারীদেরকে তাদের সামাজিক মাধ্যমে সময় ব্যবস্থাপনায় সহায়তা করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে। ‘ইওর টাইম অন ফেসবুক’ টুল ব্যবহারকারীদেরকে প্রতিদিনের অ্যাপ ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়ার সুযোগ দেবে। সেইসঙ্গে প্রতিদিন কেউ সেই সীমায় পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে রিমাইন্ডার দেওয়া হবে। নোটিফিকেশন, নিউজ ফিড আর ফ্রেন্ড রিকোয়েস্ট সেটিংসে শর্টকাট হিসেবেও এই টুল আনা হবে। প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে বলা হয়, আপনি ফেসবুকের ‘মোর’ ট্যাবে যাওয়ার মাধ্যমে ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন বাছাই করে আপনার ‘ইওর টাইম অন ফেসবুক’ ঠিক করে দিতে পারবেন। গেল সপ্তাহে ‘ইওর অ্যাকটিভিটি’ নামে একই রকম একটি ফিচার এনেছে ইনস্টাগ্রাম।

কোন মন্তব্য নেই