রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা


রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। তবে সেই ভবনগুলো নির্মাণে নিয়োজিত শ্রমিকদের দেয়া হয় না কোন নিরাপত্তা ব্যবস্থা। ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে নির্মাণ শ্রমিকদের।
সোমবার সকালে সরেজমিনে নগরীর মিয়া পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বোয়ালিয়া থানার পশ্চিমে একটি সুউচ্চ (১০তলা) ভবন নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই ভবনটির ঢালাই ও দেয়ালের কাজ সম্পন্ন হয়েছে ও বসবাস শুরু হয়েছে। এখন চলছে ভবনটির বাইরের দেয়াল রং করার কাজ। দশ তলা ভবনটির ছাদ থেকে মোটা দুইটি পাটের দড়ি নিচে নামিয়ে দেয়া হয়েছে। সেই দড়িতে বিশেষ কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বাঁশ বেঁধে মই এর মতো আকৃতি দান করা হয়েছে। দুই জন নির্মাণ শ্রমিক সেই দোদুল্যমান অনিরাপদ বাঁশে ঝুলে সাত তলার বাইরের দেয়াল রং করছে। সেই শ্রমিকদের মাথায় নেই কোন হেলমটে বা বিশেষ কোন নিরাপত্তা পোশাক। স্থানীয়রা জানান, বহুতল ভবনটি নির্মাণের শুরু থেকেই কর্মরত শ্রমিকদের জন্য ছিল না কোন নিরাপত্তা ব্যবস্থা। এভাবেই দড়ি-বাঁশে ঝুলে তারা কাজ করেছে।
শুধু এই ভবনটিই নয়, নগরীতে নির্মাণাধীন প্রায় প্রতিটি বহুতল ভবনেই নির্মাণ শ্রমিকদের জন্য নেই কোন পৃথক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রীর জন্য নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা থকলেও, ভবন মালিক বা ঠিকাদারদের কাছে নির্মাণ শ্রমিকদের জীবনের কোন মূল্যই যেন নেই। এদিকে এবছরের শুরুর দিকে উপশহর এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে জনৈক নির্মাণ শ্রমিক কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মারা যান। তাৎখনিক ভবনটির প্রবেশ দ্বারে তালা ঝুলিয়ে সকলে নিরুদ্দেশ হয়ে যান। এসময় বিষয়টি নিয়ে কথা বলার জন্যও কাওকে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা আবাশিক এলকায় কাজ করতে আসা নির্মাণ শ্রমিক করিম বলেন, প্রায় ১০ বছর থেকে আমরা বসা-বাড়ি তৈরির কাজ করছি। একসময় দুই-তিন তলা করা হতো। এখন রাজশাহীতে ৭ থেকে ১০ তলার নিচে যেন কোন বাসাই তৈরি হয় না। এই উচু বাড়িগুলাতে কাজ করতে ভয় করে। ঠিকাদার বা বাড়ির মালিক কেওই কোন নিরাপত্তা দেয় না। কিন্তু কোন উপায় নাই। কাজ না করলে খাবো কী? বৌ-বাচ্চাদেরকে পড়াবো কী? আমাদের জীবনের দাম নাই, তাই আমাদের নিরাপত্তা দেখারও কোও নাই!

কোন মন্তব্য নেই