করাচিতে চীনা কনস্যুলেটে হামলায় ২ পুলিশ ও ৩ বন্দুকধারী নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করাচিতে চীনা কনস্যুলেটে হামলায় ২ পুলিশ ও ৩ বন্দুকধারী নিহত


পাকিস্তানের বন্দরনগরী করাচিতে চীনা কনস্যুলেটের কাছে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও একজন চীনা নিরাপত্তারক্ষী আহত হয়েছে।

আজ শুক্রবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার (গ্রিনিচ মান সময় ০৪:৩০) দিকে ক্লিফটন এলাকার কাছে বন্দুকধারীরা কনস্যুলেটের বাইরে হামলা চালায়। পুলিশের সাথে গোলাগুলিতে তিন আক্রমণকারীও নিহত হয়েছে।

‘রেড জোন’ হওয়ায় ক্লিফটন এলাকাটি আগে থেকেই ছিল সুরক্ষিত। গোলাগুলির খবর পাওয়ার পর সেখানে আরও পুলিশ ও সৈন্য পাঠানো হয়।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

করাচি দক্ষিণের উপ-পুলিশ মহাপরিদর্শক জাভেদ আলম ওধোর বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো হামলায় ২ পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বন্দুকধারীরা দুই পুলিশ সদস্যকে হত্যার পর চীনের কনস্যুলেট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল বলেও স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জিও টিভি।

কনস্যুলেটের কাছাকাছি এলাকায় গাড়ি পার্ক করে তিন বন্দুকধারী চীনা কনস্যুলেটের দিকে যেতে যেতে হামলা শুরু করে বলে জানান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. আমির আহমাদ শেখ। পরিস্থিতি আঁচ করতে পেরে তাৎক্ষণিকভাবে কনস্যুলেটের ফটক বন্ধ করে দিয়ে কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়।

কোন মন্তব্য নেই