মিথ্যা আর অপপ্রচার নিয়েই বিএনপির রাজনীতি
মিথ্যাচার আর অপপ্রচার নিয়েই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত প্রচার উপ কমিটির নিয়মিত বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, মিথ্যাচারের ওপরই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত। আদতে তাদের (বিএনপি) কোনো অর্জন নেই। তাদের অর্জন দুর্নীতিতে টানা পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন করানো, কালো টাকা সাদা করা, একযোগে ৫০০ স্থানে বোমা হামলা আর মানুষ পুড়িয়ে হত্যা করা। বিএনপি তাদের এসব অপকর্ম আড়াল করতে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক আগে থেকেই অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার রোধে সম্মুখ প্রচারণার পাশাপাশি আওয়ামী লীগের অনলাইন ও মিডিয়া সেলের কর্মীরাও সামজিক মাধ্যমে কাজ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে সমাজের বিশিষ্টজন ও অভিনয় শিল্পীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গত দশ বছরের সরকারের উন্নয়ন-অগ্রযাত্রার চিত্র জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন।
তিনি জানান, বিএনপির অগ্নি-সন্ত্রাসের ভিডিও, নৌকার পক্ষে ভোট চেয়ে গান সংবলিত সিডি, টিভিসিসহ মোট চারটি সিডি সব প্রার্থীর হাতে পৌঁছে দিব। গত বৈঠকের সিদ্ধান্ত ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছ। আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত জনপ্রিয় অভিনয় শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার পক্ষে, জঙ্গিমুক্ত দেশ গঠনে, বিএনপির অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে লাইভ ভিডিও, পোস্ট ইত্যাদির মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন। পুরো প্রক্রিয়াটি সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের অনলাইন পাবলিসিটি সেলকে। এ ছাড়াও নৌকার পক্ষে ভোট চেয়ে মিউজিক ভিডিও তৈরির কাজ চলছে।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, রোকেয়া প্রাচী, শাকিল খান প্রমুখ।

কোন মন্তব্য নেই