তামিম-সাকিব, গিলক্রিস্ট-ধোনি-সাঙ্গাকারাদের ছাড়িয়ে মুশফিক
সেঞ্চুরিকে ডাবলে রূপ দেয়ার অভ্যেসটা প্রথম নয়, এর আগেও ২০১৩ সালে গল টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। ওই টেস্টে মোহাম্মদ আশরাফুলও খেলেছিলেন ১৯০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এবার দ্বিতীয়বার সেই উদযাপন দেখা গেলো মিরপুরে। আর দৃশ্যপটেও সেই মুশফিক।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করলেন টাইগারদের ব্যাটিং নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। আর এই কীর্তি গড়ে ছাড়িয়ে গেলেন দুই সতীর্থ তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেছিলেন তামিম। রেকর্ডটা ভাঙতে সময় লেগেছিল প্রায় আড়াই বছর। গেল বছর নিউজিল্যান্ডের মাটিতে ২১৭ রানের ইনিংস খেলে তামিমকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসটি নিজের করে নিয়েছিলেন সাকিব।
বছর ঘুরতে না ঘুরতেই সাদা পোশাকের সাবেক অধিনায়ক মুশফিক রূপকথা লিখলেন মিরপুরের সবুজ গালিচায়। ২১৯ রানের ইতিহাস সৃষ্টিকারী মহাকাব্যিক ইনিংস খেলে তামিম-সাকিবের উপরে উঠে গেলেন মুশফিক। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ইনিংসটি এখন তার। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রথম দিন ১১১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিক। বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। মুশফিক ২১৯ ও মিরাজ ৬৮ রানে অপরাজিত থাকেন।
এদিকে অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, কুমারা সাঙ্গাকারা কিংবা মাহেন্দ্র সিং ধোনি- এই নামগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখে ভেসে উঠে উইকেটের পেছনে দাঁড়ানো কিংবদন্তি ক্রিকেটারদের মুখগুলো। নিজেদের সময়ের সেরা উইকেটকিপার ছিলেন তারা। অ্যান্ডি-গিলক্রিস্ট-সাঙ্গাকারা অবসর নিলেও ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি তো এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।
তবে গতকালের দিনটির পর সর্বকালের সেরা এই তারকাদের উপরে যার নামটি লিখা থাকবে তিনি আর কেউ নন, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। যে কাজটি দীর্ঘ ক্যারিয়ারে গিলক্রিস্ট, সাঙ্গাকারা, ধোনিরা করতে পারেননি সেটিই করলের মুশি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তো বটেই, টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন সাবেক টেস্ট অধিনায়ক মুশফিক।
৪০৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় ডাবল সেঞ্চুরিতে পৌঁছান মুশফিক। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ২০০ রান। আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃত উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে মাত্র ৮ জনের টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড আছে। এ তালিকায় আছেন ইমতিয়াজ আহমেদ, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, তসলিম আরিফ, ব্রেন্ডন কুরুপ্পু ও মুশফিক। ২০১৩ সালের পর আজ আরেকটি ডাবল সেঞ্চুরি করে মুশফিক নিজেকে নিয়ে গেলেন এই তালিকার সবার শীর্ষে।

কোন মন্তব্য নেই