ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৪৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলের উরানাস ওয়েডিং প্যালেস নামক স্থানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ হামলায় আরো ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 
মঙ্গলবার দিবাগত রাতে এ আত্মঘাতী বোমা হামলার  ঘটনা ঘটে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাবুলে শত শত মানুষ জমায়েত হয়েছিল। সেখানে এক ইমাম ও অনেক আলেমরা জমায়েত হয়েছিলেন। হঠাৎ এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। তিনি বলেন, সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমি ৩০ জনের লাশ গুনেছি।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, পুলিশের ধারণা ইসলামিক স্টেট (আইএস) এই হামলা করে থাকতে পারে।

কোন মন্তব্য নেই