আগামী ২৩ ডিসেম্বর নির্বচন
আগামী ২৩ ডিসেম্বর নির্বচনের দিন ধার্য করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। যাচাইবাছাই হবে ২২ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। তার ২৩ দিন পর অর্থাত ২৩ ডিসেম্বরই হবে ভোটগ্রহণ।
এবার ৩০০টি সংসদীয় আসনে ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার। এছাড়া নির্বাচন কেন্দ্রগুলোতে সীমিত পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ব্যবহার করা হবে।
সিইসি আরও জানান, খুব শিঘ্রই প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণ বিধি প্রকাশ করা হবে।

কোন মন্তব্য নেই