আজ ১৮ নভেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ ১৮ নভেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল




ঘটনা


  • ১৪৭৭ - উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।

  • ১৭২৭ - মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী।

  • ১৮২০ - মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেন।

  • ১৮৩৯ - বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।

  • ১৮৫৭ - বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

  • ১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।

  • ১৯০৯ - আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।

  • ১৯১৮ - সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।

  • ১৯৬৬ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।



জন্ম


  • পিটার স্মাইকেল (১৯৬৩-বর্তমান)    পিটার বোলেসল স্মাইকেল এমবিই একজন ডেনিয় অবসরপ্রাপ্ত পেশাদার ফুটবলার যিনি একজন গোলকিপার হিসবে খেলতেন এবং তিনি ১৯৯২ এবং ১৯৯৩ সালে বিশ্বের সেরা গোলরক্ষকের খেতাবে ভূষিত হয়েছিলেন। তাঁকে সবচেয়ে বেশি স্বরন করা হয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার সফল বছরগুলির জন্য, যাদেরকে তিনি তার অধিনায়কত্বে ১৯৯৯ সালে উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয় সহ ট্রেবল জেতান। এর আগে ১৯৯২ সালে তিনি ডেনমার্কের হয়ে উয়েফা ইউরো চ্যাম্পিয়ন হন।



মৃত্যু


  • এ কে নাজমুল করিম (১৯২২-১৯৮২) আবুল খায়ের নাজমুল করিম ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী। তিনি বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের জনক হিসেবে পরিচিত। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।

কোন মন্তব্য নেই