অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় চুরমার প্রাইভেট কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা রেল গেটের অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পার্কিং করা একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গিয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে চারুকলার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ওই গাড়ির মালিক মোস্তফা কামাল। তিনি রাজশাহীর জনতা ব্যাংকের কর্মকর্তা। তার মেয়ে রাবির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মোস্তফা কামালের মেয়েকে বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছিলেন তার গাড়িচালক। এসময় চারুকলা এলাকায় পৌঁছে চা খাওয়ার জন্য চালক গাড়ি পার্কিং করে রাখেন রেল লাইনের কোল ঘেষে। একপর্যায়ে ট্রেন চলে আসলে চালক দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেড়ে গাড়িটি নিরাপদ দূরত্বে আনার চেষ্টা করেন। কিন্তু এর আগেই ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, ‘চালকের কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ি পার্ক করার সময় যথেষ্ট দূরত্ব না রেখে গাড়িটি পার্ক করেছিলেন। যার ফলে ট্রেনের সাথে গাড়িটির বাম্বারে লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে গেছে। তবে বড় দুঘর্টনা হতে পারত। তা থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরো বলেন, বিশ^বিদ্যালয়ের এই রেল ক্রসিংটাতে কো লাইনম্যান নেই। এ বিষয়ে আগামীকাল বা পরশু রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটা চিঠি দিবো যেন দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করে। আর রেলওয়ের পাশে যেসব দোকানপাট আছে তা উচ্ছেদ করার জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব। এতে দুর্ঘটনা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন প্রক্টর।

কোন মন্তব্য নেই