রাজশাহী শিক্ষাবোর্ড সচিবের কক্ষ থেকে ৫ লাখ টাকা ‘গায়েব’ কক্ষে টাকা রাখার বৈধতা নিয়ে প্রশ্ন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহী শিক্ষাবোর্ড সচিবের কক্ষ থেকে ৫ লাখ টাকা ‘গায়েব’ কক্ষে টাকা রাখার বৈধতা নিয়ে প্রশ্ন


রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার সরকারের কক্ষ থেকে রহস্যজনকভাবে পাঁচ লাখ টাকা ‘গায়েব’ হয়েছে। এ ঘটনায় বোর্ড কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে আলোচনার প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। বিধি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা সচিবের কক্ষে রাখার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
সচিবের কক্ষে কর্মরত একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, অক্টোবরের প্রথম সপ্তাহের যে কোনো দিন সচিব তরুন কুমার সরকারের কক্ষ থেকে নগদ ৫ লাখ টাকা গায়েব হয়। টাকা ফাইল কেবিনেটের একটি ড্রয়ারে রাখা ছিল। টাকা গায়েবের ঘটনাটি সচিবের নজরে এলে তিনি তার কক্ষে কর্মরত তিনজন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীর ওপর চাপ সৃষ্টি করেন। দেড় মাস ধরে তিন কর্মচারীকে টাকা ফেরত দেয়ার জন্য অব্যাহত চাপের মধ্যে রেখেছেন।
তবে সচিব তরুণ কুমার সরকার টাকা গায়েবের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি মনে করেছিলাম টাকা গায়েব হয়েছে। পরে দেখি ঠিক আছে। কক্ষে টাকা রাখার নিয়ম আছে কিনা- এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
বোর্ডের উপসচিব এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বলেন, সরকারি বিধান অনুযায়ী কোনো কর্মকর্তা নগদ টাকা তার কক্ষে রাখতে পারেন না। যে কোনো কাজের জন্য তিনি সংশ্লিষ্টদের বিল ব্যাংক অ্যাকাউন্টের চেকের মাধ্যমে পরিশোধ করতে পারেন। কিন্তু নগদ ৫ লাখ টাকা তিনি কীভাবে নিজ কক্ষের ফাইল কেবিনেটে রাখলেন, এটিই প্রশ্ন। এছাড়া টাকা গায়েবের ঘটনার পর আইনি পদক্ষেপ নিতে তিনি কোনো জিডি (সাধারণ ডায়েরি) করেননি। আইনি জটিলতা এড়াতেই তিনি ওপথে পা মাড়াননি। এছাড়া বোর্ড সচিব বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেননি।
এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমাকে এ ব্যাপারে কেউ কিছু বলেননি বা জানাননি। যার (সচিব) রুম থেকে টাকা গায়েব হয়েছে তিনিই এ ব্যাপারে আইনত পদক্ষেপ গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই