ছবিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশের পিকআপ ভ্যানে আগুন দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।এদিকে বিএনপি নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন।

তিনি বলেন, পুলিশ শুধু তাদের রাস্তায় থেকে সরে যেতে বলেছিল, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু তারা হঠাৎ পুলিশের ওপর হামলা করে। পরে আমাদের (পুলিশের) ২টি গাড়ি পুড়িয়ে দেয়।

এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহতও হয় বলে জানান তিনি।ওদিকে ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন পুলিশ বিনা উসকানিতে মনোনয়ন ফরম নিতে আসা বিএনপি নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। আমরা শান্তির পক্ষে। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেব।

কোন মন্তব্য নেই